ঝিনাইদহ জেলার মহারাজপুর ইউনিয়নের কুলবাড়িয়া বাজারে ধান মাড়াই মিল নিয়ে বেপাকে মালিক রিন্টু
জানাযায় গত কিছু দিন আগে মিলের মূল মালিক গোপনে মিলটি বিক্রি করে রফিকুল এর কাছে ঠিক একই ভাবে মিলটি বিক্রি করেন রিন্টুর কাছে তেমনি ভাবে মিলটি কে পাবে এইনিয়ে দিধাদন্দ এলাকা বাসির কাছে এমন অবস্থায় হঠাৎ জামায়াত ইসলামের কিছু লোকজন মিলে তালা মেরে যান এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে এলাকা বাসির মধ্যে। জানাযায় এই মিলকে কেন্দ্র করে রফিকুল এবং রিন্টু দুই জনি কোটে মামলাও করেছেন তার পরেও জামায়াত ইসলামের কিছু লোক কেন তালা ঝুলালো এমন প্রশ্ন রিন্টু মধ্যে। তবে এমন কিছু হলে এইমিল নিয়ে সংহাত হতে পারে তাই সুষ্ঠু সমাধান চেয়েছে রিন্টু।