1. [email protected] : sktv24net :
  2. [email protected] : unikbd :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহ কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় মা-মেয়েকে পিটিয়ে জখম কালীগঞ্জে প্রভাব খাটিয়ে সাব রেজিস্ট্রার অফিস নির্মাণ, উদ্বোধনে পরিবারের বাঁধা সার্টিফিকেট হারানো বিজ্ঞপ্তি জামায়াতের সাবেক সেক্রেটারি আজিজুর রহমানের ইন্তেকাল রাবেয়া ক্লিনিক মালিকের বিরুদ্ধে ভাড়া না দেওয়ার অভিযোগ, মাদক সন্ত্রাসী চাঁদাবাজি দের বিরুদ্ধে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ যশোর কেশবপুর পৌরসভার সচিবের বিরুদ্ধে দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের হামলা-মামলার হুমকি কালীগঞ্জে বিএনপির বিশাল সমাবেশে জিসাস নেতাকর্মী পা কেটে দিতে পারলে লাখ টাকা পুরস্কার ইউনিয়ন আ.লীগ সভাপতির পক্ষে মাইকে ঘোষনা কালীগঞ্জ পৌরসভার ৭৪ কোটি টাকার জন কল্যাণ মুখী বাজেট ঘোষণা।

রাবেয়া ক্লিনিক মালিকের বিরুদ্ধে ভাড়া না দেওয়ার অভিযোগ,

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৭ বার পঠিত

রাবেয়া ক্লিনিক মালিকের বিরুদ্ধে ভাড়া না দেওয়ার অভিযোগ,

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় এক বাড়ির মালিকের উপর হামলা, গালিগালাজ ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় রাবেয়া ক্লিনিকের মালিক সোহেল রানার বিরুদ্ধে। রোববার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী শরীফ আহম্মেদ।
ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাবেয়া ক্লিনিকের মালিক সোহেল রানা দলবল নিয়ে ভবনের সামনে অবস্থান নেয় এবং নিচে নেমে আসা ভবনের মালিককে উদ্দেশ্য করে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে।
সাত মাসের ভাড়া বাকি, চড়া অভিযোগ ভবন মালিকের
ভবন মালিক শরীফ আহম্মেদ জানান, রাবেয়া ক্লিনিক প্রতি মাসে দুই লাখ টাকা ভাড়ায় তার চারতলা ভবনটি ভাড়া নেয়। কিন্তু গত সাত মাসে এক টাকাও পরিশোধ করেনি। বর্তমানে ভাড়া বাবদ মোট ১৪ লাখ টাকা পাওনা রয়েছে।
ভাড়া চাওয়ায় উল্টো তার ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি।
নারী ও মাদক কারবারের অভিযোগ
শরীফ আহম্মেদ আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত পরিচয়ে সোহেল রানা দীর্ঘ ১৬ বছর ধরে তার ভবনে রাবেয়া ক্লিনিক পরিচালনার আড়ালে নারী ও মাদক কারবার চালিয়ে এসেছে। সেখানে নিয়মিত সন্ত্রাসীদের আড্ডা বসত। এসব অপকর্মে বাধা দিলে শরীফ আহম্মেদ নিজেও একাধিকবার হামলার শিকার হন বলে দাবি করেন।
তার দাবি অনুযায়ী, সোহেল রানার ক্লিনিকে চিকিৎসাসেবার নামে মোট ১১০ জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি রাজনৈতিক প্রভাবের কারণে।
তিনি আরও বলেন, “৫ আগস্টের ঘটনার পর সোহেল রানা নিজের ভাবমূর্তি পাল্টানোর চেষ্টা করছে, কিন্তু মানুষ তার মুখোশ চেনে।”
এ বিষয়ে রাবেয়া ক্লিনিকের মালিক সোহেল রানার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “বিষয়টি শরীফ আহম্মেদ মৌখিকভাবে আমাকে জানিয়েছেন। আমি তাকে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD