৭নং মহারাজপুর ইউনিয়নে বিএনপির প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা
ঝিনাইদহ জেলা প্রতিনিধি: মোঃ সবুজ হোসেন
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭নং মহারাজপুর ইউনিয়নে বিএনপির মাঠ পর্যায়ের প্রচার প্রচারণা জোরদার হয়েছে। ইউনিয়নজুড়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইউনিয়ন পরিষদের বতর্মান চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব খুরশিদ আলম মিঞা।
তিনি প্রতিনিয়ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সভা, মতবিনিময়, এবং গণসংযোগ করে ‘ধানের শীষ’-এর পক্ষে ভোট চেয়ে চলেছেন। তার সাথে রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব শাহাজান আলী বিশ্বাস। দুজনই স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে দলীয় প্রার্থী ও দলের নীতিনির্ধারণী বার্তা পৌঁছে দিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খুরশিদ আলম মিঞা ও শাহাজান আলী বিশ্বাসের নেতৃত্বে বিএনপির তৃণমূল কর্মীরা মাঠে বেশ সক্রিয়। তারা নিয়মিতভাবে ইউনিয়নের বিভিন্ন গ্রামে সভা, পথসভা ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করছেন।
অন্যদিকে, ইউনিয়নের কিছু নেতা-কর্মী পদ-পদবি থাকলেও তেমন কোনো সাংগঠনিক তৎপরতায় নেই বলে অভিযোগ উঠেছে। অনেকেই সময় কাটাচ্ছেন স্থানীয় চায়ের দোকানে রাজনৈতিক আলোচনা পর্যন্ত সীমাবদ্ধ রেখে। ফলে তাদের জনপ্রিয়তা ও জনসমর্থনেও ভাটা পড়েছে বলে স্থানীয়দের মত।
এদিকে বিএনপির অগ্রযাত্রা ও খুরশিদ আলম মিঞার মাঠপর্যায়ের তৎপরতায় সাধারণ ভোটারদের মধ্যেও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।