ঝিনাইদহের কালীগঞ্জে ৫ মাদকসেবী আটক
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের নির্দেশনায় এস.আই. আমিরুল ইসলাম ও এস.আই. মামুনের নেতৃত্বে একদল পুলিশ ২২ আগষ্ট বিকালে পৌর শহরের শিবনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে মাদক সেবনকালে ৫ যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবকরা হলো- নয়ন, রহিম, ইমন, নাহিদ ওরফে শিপলু ও সাইফুল। তাদের কাছ থেকে গাঁজা সেবনের কলকে পাওয়া গেছে। ধৃতদের সকলের বাড়ি কালীগঞ্জ উপজেলাধীন আড়পাড়া গ্রামে এবং সকলেই ছাত্রদল ও যুবদলের কর্মী বলে জানা গেছে। ধৃতদের আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানায়।
কালীগঞ্জ থানার ওসি জানান কালীগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
#ইসলাম #ও #ও