মাহারাজপুর ইউনিয়নে শাহাজান আলী নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন।
ঝিনাইদহ প্রতিনিধি মোঃ সবুজ হোসেন
জানাযায় গত বৃহস্পতিবার বিকাল চার ঘটিকার সময় বিষয়খালী বাজার থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহাজান আলী বিশ্বাস এর নেতৃত্বে শত শত মোটরসাইকেল নিয়ে আগামী নির্বাচন কে সামনে রেখে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষে সাত নাম্বার মহারাজপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনগণের সাথে গন সংযোগ করেন। এসময়ে সভাপতি শাহাজান আলীর নেত্রীতে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে মোঃ আরিফুল ইসলাম আরিফ,মোঃ কামরুজ্জামান বিল্লাল,মোঃ নাজির উদ্দিন,মতিয়ার রহমান মতি মিয়া ও মশিউর রহমান সহ শত শত নেতা কর্মী উক্ত গন সংযোগে যোগ দেন। উক্ত গন সংযোগটি মহারাজপুর ক্লাব থেকে শুরু করে কুলবাড়িয়া বাজার হয়ে পান্নাতলা বাজারে গিয়ে শেষ করেন।