ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার স্টেডিয়াম পাড়া এখন চরম জনদুর্ভোগের নামান্তর। এক সময়ের খেলাধুলার প্রাণকেন্দ্র কালীগঞ্জ স্টেডিয়াম আজ অব্যবস্থাপনা, দূষণ ও চলাচলের সমস্যায় জর্জরিত। মাঠ ও তার আশপাশের পরিবেশ বর্তমানে নানা অনিয়ম ও অবহেলার করুণ চিত্র বহন করছে।
স্থানীয়দের অভিযোগ, নদীপাড়া থেকে নতুন বাজার পর্যন্ত স্টেডিয়ামের পাশ ঘেঁষে যে রাস্তা রয়েছে, সেটি দীর্ঘদিন সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। বৃষ্টির সময় সামান্য পানিতেই রাস্তা তলিয়ে যায়, সৃষ্টি হয় কাদা ও জলাবদ্ধতা। এতে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এছাড়া স্টেডিয়ামের ভেতর দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে ট্রাক, রিকশা, ভ্যান, ইজিবাইক ও গোহাটার গরু-ছাগল পরিবহনকারী গাড়ি। ফলে মাঠটির স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে, হারিয়ে যাচ্ছে খেলাধুলার উপযোগিতা।
সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে, মাঠের পাশে গড়ে উঠেছে পৌরসভার ময়লার ভাগাড়। প্রতিদিন শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে ময়লা এনে সেখানে ফেলা হচ্ছে। এতে আশপাশের এলাকা দুর্গন্ধে পরিবেশ দূষণের শিকার হচ্ছে। স্টেডিয়ামের পাশেই রয়েছে মসজিদ, মাদ্রাসা ও আবাসিক এলাকা—যেখানে বসবাসকারীরা দুর্গন্ধ ও ময়লার কারণে স্বাস্থ্যঝুঁকিতে দিন কাটাচ্ছেন।
স্থানীয় কিশোর-তরুণরা বিকেলে মাঠে খেলতে আসলেও দুর্গন্ধের কারণে অনেকেই ফিরে যেতে বাধ্য হয়। হাঁটাহাঁটি কিংবা ব্যায়ামের উদ্দেশ্যে আসা সাধারণ মানুষও একই সমস্যায় ভোগেন।
এলাকাবাসীর অভিযোগ, স্টেডিয়ামের পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষের কোনো নজর নেই। তারা অবিলম্বে—
রাস্তা সংস্কার,
মাঠে যানবাহন চলাচল বন্ধ,
ময়লার ভাগাড় অপসারণ
এবং
পরিবেশ রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।