ঝিনাইদহের হামদহ ৪নং ওয়ার্ড পৌরসভা, নূরনবী সিদ্দীক সড়ক,থেকে তিনশত গ্রাম গাজা সহ আটক এক।
ঝিনাইদহে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হামদহ নূরনবী সড়কে একজন গাজা বিক্রির উদ্দেশ্যে রওনা হয়েছে এমন অবস্থায় ডিবির একটি টিম ঘটনা স্থালে পৌছালে শেখ মোঃ মহিদুল ইসলাম নামে একজন ব্যাক্তির কাছ থেকে ৩০০ গ্রাম অবৈধ মাদক গাজা সহ মহিদুল নামে একজনকে আটক করে। ঘটনাটি ঘটে সকাল ৮:৩০ মিনিটের দিকে বলে জানা গেছে। আসামী নাম ঠিকানা
১/ শেখ মোঃ মহিদুল ইসলাম(৩০)
পিতা – শেখ মো: নুরুজ্জামান,
মাতা – ছায়েরা বেগম,
১৭/০৬/২০২৫ ইং, সময়- সকাল ০৮.৩০ ঘটিকা।
ঝিনাইদহ সদর থানাধীন হামদো সাকিনস্ত নূরনবী সিদ্দিক সড়ক নুরুজ্জামান শেখ এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর।
উদ্ধারঃ ৩০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাজা, মূল্য=৯,৬০০/- টাকা।
সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান।