কালীগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত-১শ স্থানে দোয়া ও খাবার বিতরন
ঝিনাইদহ প্রতিনিধি মোঃ সবুজ হোসেন
ঝিনাইদহের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী। শুক্রবার (৩০ মে) সকালে থানা রোডে উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজন করা হয় স্মরণসভা ও দোয়া মাহফিলের।
সকাল ১১টার দিকে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
অনুষ্ঠানের শুরুতেই দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও বিএনপির পতাকা অর্ধনমিত করা হয় এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি স্মরণ করা হয়। পরে কোরআন তেলাওয়াত ও শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন,
"শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর সেনানী ছিলেন। তার জনপ্রিয়তা দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা কখনো মেনে নিতে পারেনি। ১৯৮১ সালের এই দিনে তাকে হত্যা করে জাতিকে এক অসাধারণ দেশপ্রেমিক নেতার নেতৃত্ব থেকে বঞ্চিত করা হয়। তবে শহীদ জিয়া আজও কোটি মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছেন।"
আয়োজিত কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ ও মোশাররফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জেল হোসেন তপন, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে কালীগঞ্জ পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন স্থানে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এছাড়াও দিনব্যাপী ঝিনাইদহ-৪ আসনের প্রায় ১০০টি স্থানে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বলে আয়োজকরা জানান।