মহেশপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি।
রবিউল ইসলাম (মহেশপুর ঝিনাইদহ) সংবাদদাতা –
বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে সারাদেশের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ সোমবার ঝিনাইদহের মহেশপুর চৌকি আদালতে কর্মবিরতি পালন করেছেন আদালতের কর্মচারীরা। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, মহেশপুর শাখার ব্যানারে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।
কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, বিচার বিভাগের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ দীর্ঘদিন ধরে তাঁরা উপেক্ষিত ও বৈষম্যের শিকার। তাদের দাবি, সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন, সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের অংশ হিসেবে স্বীকৃতি প্রদান, জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ৭ম থেকে ১২তম গ্রেডে অন্তর্ভুক্তি, বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে নতুন পদ সৃজন এবং যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করতে হবে।
জাতীয় পর্যায়ে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে এই দাবিগুলো তুলে ধরে কর্মসূচি চলমান রয়েছে। ইতিমধ্যে ঢাকাসহ বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে কর্মবিরতি পালিত হয়েছে। কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মহেশপুর চৌকি আদালতের কর্মচারীরা জানান, তারা আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না করে, প্রতীকী কর্মবিরতির মাধ্যমে দাবি তুলে ধরেছেন। এতে বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি যতটা সম্ভব সীমিত রাখা হয়েছে।
প্রসঙ্গত, বিচার বিভাগের সহায়ক কর্মচারীরা দীর্ঘদিন ধরেই বেতন-ভাতা ও পদোন্নতিসহ নানা বিষয়ে বৈষম্যের অভিযোগ তুলে আসছেন। সম্প্রতি এই দাবিগুলোর পক্ষে দেশব্যাপী গণসচেতনতা ও আন্দোলন জোরদার হয়েছে।