গাজীপুরে তিতাসের অভিযান আর্থিক জরিমানা আদায়
আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :
গাজীপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অভিযানে ৮০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইসঙ্গে অনুমোদনহীনভাবে বাসাবাড়িতে গ্যাস ব্যবহার করায় পৃথকভাবে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৫ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত গাজীপুর সাইনবোর্ড মেম্বার বাড়ি রোডে ভুষিরমিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন
গাজীপুর আঞ্চলিক অফিস এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিভাগ
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।
অভিযান শেষে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় সাংবাদিকদের জানান, জ্বালানি ও তিতাস কিসের পক্ষ থেকে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি, তারই ধারাবাহিকতায় আজকে গাজীপুর সাইনবোর্ড এলাকার মেম্বারবাড়ি রোডে অভিযান পরিচালিত হয়। আজকের অভিযানে আমরা প্রায় ১০০ মিটার ব্যাপী অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করেছি। প্রায় ৮০টি বাসা বাড়ির ২’শত গ্যাস বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। ইতিমধ্যে আমরা দুইটি পৃথক মামলায় মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করেছি। গ্যাস একটি রাষ্ট্রীয় সম্পদ এ রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। অবৈধ গ্যাস সংযোগ কেউ যাতে দিতে না পারে, এ ব্যাপারে সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে হবে।
অবৈধ গ্যাস ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, সহকারী প্রকৌশলী রাকিব হাসান ও হাসান আল ফয়সাল, সহকারী ব্যবস্থাপক আব্দুল আল মামুুন এবং সহকারী কর্মকর্তা সোহেল রানা, আনোয়ার হোসেন প্রমুখ।