1. [email protected] : sktv24net :
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহ কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় মা-মেয়েকে পিটিয়ে জখম কালীগঞ্জে প্রভাব খাটিয়ে সাব রেজিস্ট্রার অফিস নির্মাণ, উদ্বোধনে পরিবারের বাঁধা সার্টিফিকেট হারানো বিজ্ঞপ্তি জামায়াতের সাবেক সেক্রেটারি আজিজুর রহমানের ইন্তেকাল রাবেয়া ক্লিনিক মালিকের বিরুদ্ধে ভাড়া না দেওয়ার অভিযোগ, মাদক সন্ত্রাসী চাঁদাবাজি দের বিরুদ্ধে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ যশোর কেশবপুর পৌরসভার সচিবের বিরুদ্ধে দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের হামলা-মামলার হুমকি কালীগঞ্জে বিএনপির বিশাল সমাবেশে জিসাস নেতাকর্মী পা কেটে দিতে পারলে লাখ টাকা পুরস্কার ইউনিয়ন আ.লীগ সভাপতির পক্ষে মাইকে ঘোষনা কালীগঞ্জ পৌরসভার ৭৪ কোটি টাকার জন কল্যাণ মুখী বাজেট ঘোষণা।

রাতের আঁধারে নির্মানাধীন সড়কে নিম্নমানের সামগ্রী ফেলে চলছে কাজ।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৮৫ বার পঠিত

রাতের আঁধারে নির্মানাধীন সড়কে নিম্নমানের সামগ্রী ফেলে চলছে কাজ।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদের কালীগঞ্জে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কাজে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সড়ক পাকাকরণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়কটি অল্প দিনেই নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষ প্রকল্প এর আওতায় কাশিপুর ভায়া সুন্দরবন বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে। কাজটি করছেন মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এই সড়কটি নির্মাণের ব্যায় ধরা হয়েছিল ২ কোটি ৩৬ লক্ষ টাকা। রাতের আঁধারে ঠিকাদার নির্মানাধীন সড়কটিতে স্থানীয় একটি ইটভাটায় নিম্নমানের ইট ও বালির খোয়া মিক্সস করে নির্মানাধীন সড়কটিতে এনে কাজ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে যাওয়া হয় সড়কটিতে। এ সময় স্থানীয়দের অভিযোগের সত্যতা মেলে। লক্ষ করা হয়, সড়কটিতে নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের ইট, বালি, ইটের খোয়াসহ অন্যান্য সামগ্রী। এসব ইতিমধ্যে রুলারও করে ফেলা হয়েছে। সড়কটির এজিং এর দুই পাশে সিডিউল অনুযায়ী মাটি ব্যবহার করা হচ্ছে না। এতে অল্প বৃষ্টিতেই নির্মানাধীন সড়কটি ধ্বসে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় সড়কের অনিয়মের মাধ্যমে কাজ করার ব্যাপারটি স্থানীয় এলজিইডি’র উপজেলা প্রকৌশলীকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে সড়কটি পরিদর্শন করেন। এর ঠিক ২ ঘণ্টার মধ্যেই ২১ মে ৪৬,০২.৪৪৩৩.০০০.১৪,০০৯,২৫-৪৬৩ নং স্মারকে তিনি নিজ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ওই সড়কের কাজের স্পেসিফিকেশন বহির্ভূত মালামাল অপসারণের নির্দেশ প্রদান করেন। স্থানীয়রা বলেন, এই সড়কে যে পচা খোয়া ব্যবহার করা হচ্ছে, তাতে সড়কটি বেশি দিন টিকবে বলে মনে হয় না। সড়কে ব্যবহার করা সব নির্মাণ সামগ্রী নিম্নমানের। এসব মাল কি আর রাস্তা থেকে উঠবে? ঠিকাদার সব ম্যানেজ করেই কাজ চালিয়ে যাবে। এ ব্যাপারে সড়কটি নির্মাণে কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাজী মর্তুজা হিরো বলেন, সড়কে কিছুটা নিম্নমানের ইট বা ইটের খোয়া আছে ;সব না। এই কাজে আমার অনেক লস হবে। একটু খেয়াল রেখেন ভাই। কালীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ সড়ক নির্মাণে অনিয়ম দূর্নীতির ব্যাপারে দিনকালকে বলেন, সংবাদ পেয়ে আমি সড়কটির তদারকি কর্মকর্তা সার্ভেয়ার আজিজুর রহমানকে সাথে নিয়ে সরজমিনে পরিদর্শন করি। ওই সড়কটিতে এ পর্যন্ত ব্যবহৃত ইট, ইটের খোয়া ও বালির মিশ্রণ অত্যন্ত নিম্নমানের। যা স্পেসিফিকেশন বহির্ভূত এবং অগ্রহণযোগ্য। আর এইসব সামগ্রী সড়ক থেকে অপসারণের জন্য ইতিমধ্যে আমি ঠিকাদারকে চিঠি দিয়েছি। ঝিনাইদহ জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ মনোয়ার উদ্দিন বলেন, অনিয়ম-দূর্নীতি করে সড়ক নির্মাণ কাজ করার কোনো সুযোগ নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান কিংবা এলজিইডি দপ্তরের কেউ যদি অনিয়মের সাথে যুক্ত থাকেন তার বিরুদ্ধে নেয়া হবে ব্যবস্থা। কালীগঞ্জের এই রাস্তাটি সম্পর্কে আমি জেনেছি। ঠিকাদার যদি রাস্তা থেকে নিন্মমানের সামগ্রী অপসারণ না করে তাহলে কাজ বন্ধ করে দেওয়া হবে। এমনকি এর থেকেও কঠোর ব্যবস্থা নেয়া হতে পারে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD