টঙ্গীতে খাবার হোটেলে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার তিন
আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :
টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি খাবার হোটেলে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় হোটেল মালিকের দুই ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় কস্তুরি হোটেলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গী পূর্ব থানাধীন মরকুন টিএন্ডটি এলাকার বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে সুমন(২৫), একই এলাকার মোতালিবের ছেলে মেহেদী হাসান (৩১) ও সোহরাব মিয়ার ছেলে জাবেদ (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কস্তুরী হোটেল নামক একটি খাবার হোটেলের খাবার খেতে আসেন কয়েকজন যুবক। এসময় তাদের সাথে হোটেলকর্মী শহিদুল ও তারেকের কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর ১০-১২ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে ওই হোটেলটিতে ভাঙচুর চালায়। এসময় হোটেল মালিক দুলাল মিয়ার দুই ছেলে শফিকুল ইসলাম শুভ (২৯) ও শহিদুল ইসলাম শান্তকে (২৪) এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।