চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ কর্মীর ওপর হামলার দায় মিথ্যা মামলায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাদের নামে, যুবদলের তীব্র নিন্দা
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার চার নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নিপুন সাহাকে আওয়ামী লীগের নিজস্ব পার্টি অফিসের সামনে অন্ধকার রাত্রে কিছু আওয়ামী লীগ কর্মী হামলা করে। তবে এই হামলার দায় কৌশলে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে স্থানীয় নেতারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার সহ জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা আঞ্চলিক পত্রিকায় বিবৃতি দিয়ে এই মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি করেছেন।
নেতাকর্মীরা দাবি করেছেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে তাদের নাম মিথ্যাভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আসামিরা আগামীকাল সকাল ৯:৩০ টায় আদালতে স্যালেন্ডার করবেন বলে জানিয়েছেন এবং দল ও প্রশাসনের কাছে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন।