সাভারে কৃতি ফিরোজীর মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
বিশেষ প্রতিনিধি
শুক্রবার(৯মে) জুম্মার নামাজের পরে পৌর রাঢীবাড়ি ভাটপাড়া এলাকার দারুল উলূম ইসলামিয়া মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর ও সাভার পৌর মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।
বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, তিনি কৃতি ফিরোজীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন কৃতির শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি সর্বদা তাদের পরিবারের পাশে আছেন। তিনি আরো বলেন, সাভার পৌরবাসীর সুখে দুঃখে সকল প্রয়োজনে পাশে থাকবেন। তিনি সাভারের জনগণের কল্যানে উন্নয়ন মূলক কাজ করে সাভারকে আলোকিত পৌরসভা হিসেবে গড়ে তুলবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কৃতির পিতা অধরচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃখোরশেদুজামান ফিরোজী স্যার সহ এলাকার গণ্যমান্য বৃক্তিবর্গ।