খাগড়াছড়িতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সাইফুল ইসলাম, (রামগড়) খাগড়াছড়ি
চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা বিএনপির আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে , ৩ মে (শনিবার) দুপুরে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে ও জেলা যুব দলের সভাপতি মাহবুব আলম সবুজ এ-র সঞ্চালনায় দলী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সম্পাদক, ছাত্র দল, যুব দল, শ্রমিকদল, সেচ্চাসেবক দল, জেলা জিয়া পরিষদ সহ সকল উপজেলার অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক বৃন্দ।