গত ০৩/০৫/২০২৫ ইং তারিখ এম, এ সাঈদ গুরুজী জ্যোতিষ সাঈদ (৬৭), পিতা-মৃত শফি উদ্দিন, সাং-কাঞ্চনপুর উত্তরপাড়া, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ তার পাগলাকানাইছু “রাশিচক্র ও খানকায়ী শেফা কার্যালয়” নামক অফিস থেকে তার নিজ নামীয় ফেইসবুক আইডি “Guruji Jotish Sayeed” থেকে ইসলাম ধর্ম বিদ্বেষী একটি পোষ্ট করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এম, এ সাঈদ গুরুজী জ্যোতিষ সাঈদ এর প্রদানকৃত পোষ্টটি মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হানায় ঝিনাইদহ জেলাসহ আশেপাশের এলাকায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে এম, এ সাঈদের রাশিচক্র ও খানকায়ী শেফা কার্যালয়ে স্থানীয় আলেম-ওলামাগণ ভাংচুর করে এবং রাস্তায় অগ্নিসংযোগ করে এম, এ সাঈদকে গ্রেফতারের জন্য বিক্ষোভ মিছিল করে।
বিষয়টি পুলিশ সুপার, ঝিনাইদহের গোচরীভূত হলে তিনি তাৎক্ষণিক প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে দ্রুত অপরাধীকে গ্রেফতারের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ ও ঝিনাইদহ সদর থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন।
তৎপ্রেক্ষিতে পুলিশ সুপার, ঝিনাইদহের দিক-নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর এসআই (নিঃ)/মোঃ খালিদ হাসান, বিপিএম, এএসআই (নিঃ)/মোঃ ইকলাছুর রহমান ও ঝিনাইদহ সদর থানার এসআই (নিঃ)/মোঃ রোকনুজ্জামানসহ একটি চৌকস টিম এবং সিটিটিসি, ডিএমপি, ঢাকার যৌথ অভিযানে ঢাকা জেলার সাভার থানাধীন জামসিং এলাকা থেকে আসামী এম, এ সাঈদ গুরুজী জ্যোতিষ সাঈদকে অদ্য ০৫/০৫/২০২৫ ইং তারিখ রাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মোঃ ইসমাইল হোসেন বেলালী (৩৬), পিতা-মৃত বাবর আলী মোল্লা, সাং-গয়েশপুর, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। যা ঝিনাইদহ থানার মামলা নং-১১, তারিখ-০৫/০৫/২০২৫ খ্রিঃ, ধারা-২৯৫ (ক)/২৯৮/৫০৬ (২) পেনাল কোড। মামলাটি বর্তমানে তদন্তাধীন।