সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য সহ আরো একজনের মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছে
যশোর প্রতিনিধি মামুন হোসেন
কোতোয়ালি থানাধীন চুরোমনকাটি ছাতিয়ানতলা নামক জায়গায়অদ্য ২৪/০৫/২৫ ইং তারিখে সময় আনুমানিক সকাল ০৬:০০ ঘটিকার দিকেভি কটিম ১। পুলিশ সদস্য কনস্টেবল ফজলুল হক, খুলনা কে এম পি, আটড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত। ঠিকানা :ঝিনাইদহ শৈলকুপা থানাধীন ক্ষুদ্র রয়রা। ২। মামুন(৩২) পিতা শামসুল হক গ্রাম কাশীপুর কোট চাঁদপুর ঝিনাইদহ, শিশুনিলয় এনজিওতে চাকরি করে। ৩। রিয়াল পিতা, ইমান উদ্দিন গ্রাম: কাশিপুর, কোট চাঁদপুর, ঝিনাইদহ।( ২ নং ভিকটিমের শালা)। ১নং ভিকটিম মোটরসাইকেল যোগে ঝিনাইদাহ যাওয়ার পথে এবং ২ ও ৩ নং ভিকটিম ঝিনাইদাহ হইতে যশোরে আসার পথে চুড়ামন কাটি ছাতিয়ানতলা নামক জায়গায় দুইটি মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের টিম তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল নিয়ে আসেন। সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত ডাক্তার দুই ভিকটিম কে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত্যু বলে ঘোষণা করেন এবং অন্য একজনের অবস্থা আশঙ্কাজন। ২ নং ভিকটিমের সহকর্মী মোবাইল নাম্বার ০১৭৩৬৪৭৮৫১১