ঝিনাইদহ কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে সকাল ১০ টার সময় শহরের মেইন বাসইস্টান্ডে সর্বসাধারণের জন্য ফ্রি ডায়াবেটিক পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। সাধারণ মানুষকে সচেতন করা ও নতুন রোগী সনাক্ত করাই এই ক্যাম্পের মূল উদ্দেশ্য বলে জানা যায়। এ সময় সেবা নিতে আসা আব্দুল মান্নান জানান, আমি রিক্সা চালায় খায়। টাকা দিয়ে পরীক্ষা করা আমার পক্ষে সম্ভব হইনা। মাঝে মাঝে এধরণের সেবা দিলে আমাদের জন্য ভালো হয়। ডায়াবেটিক হাসপাতালের ডাক্তার আলী রেজা তপু জানান, ডায়াবেটিক এখন সারাদেশে মহামারি আকার ধারণ করেছে। আমাদের দেশের অধিকাংশ লোক এ ব্যাপারে সচেতন না। তাই সবাইকে সচেতন করার জন্যই আমাদের এই উদ্যোগ।