1. [email protected] : sktv24net :
  2. [email protected] : unikbd :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাগুরায় আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড গাজীপুরে অনুষ্ঠিত হলো মোড়গ লড়াই: বগুড়া সিটি আছিল ক্লাবের ‘মামু পাখনা’র দুর্দান্ত জয়! দেশ নিয়ে যড়যন্ত্র চলছে, সবাইকে সজাগ থাকতে হবে : এ্যানী চৌধুরী মহেশপুর দত্তনগর কৃষি খামারে যুগ্ন-পরিচালকের নেতৃত্বে অনিয়মের অভিযোগ সাইকেল চুরি করতে গিয়ে ধরা, দেখে নেওয়ার হুমকি যুবকের দীর্ঘ ১১ বছর পর ২৫ মে রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বারহাট্টা উপজেলা বিএনপির সম্মেলন ঝিনাইদহ জেলার জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বুজরুক মুন্দিয়া গ্রামে ‘অলস ঘর’ নামের একটি ব্যতিক্রমী ও বিতর্কিত সংগঠনের কার্যক্রমে পুলিশ অভিযান চালিয়েছে। সাংবাদিকদের ছদ্মবেশে প্রতারক চক্র! প্রেসক্লাবের তহবিল লোপাটে ব্যাংক কর্মকর্তার সহায়তা জালার উদ্দিন কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তের ভিত্তিতে নির্দোষ প্রমাণিত হয়েছে

গাজীপুরে অনুষ্ঠিত হলো মোড়গ লড়াই: বগুড়া সিটি আছিল ক্লাবের ‘মামু পাখনা’র দুর্দান্ত জয়!

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩১ বার পঠিত

গাজীপুরে অনুষ্ঠিত হলো মোড়গ লড়াই: বগুড়া সিটি আছিল ক্লাবের ‘মামু পাখনা’র দুর্দান্ত জয়!

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুর টঙ্গীতে অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত মোড়গ লড়াই—গাজীপুর মহানগর আছিল মোড়গ সমবায় সংগঠন বনাম বগুড়া সিটি আছিল ক্লাব। হাজারো দর্শকের উপস্থিতিতে এ আয়োজন পরিণত হয় এক উৎসবমুখর যুদ্ধক্ষেত্রে।

শুক্রবার (১৬ মে) সকাল ৯ টা থেকে  বিকাল ৫ টা পর্যন্ত মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। লড়াইয়ে অংশ নেয় উভয় দলের ১৪ টি প্রশিক্ষিত মোড়গ সেনারা। চরম উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় শেষ পর্যন্ত বিজয়ী হয় বগুড়া সিটি আছিল ক্লাব।

মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

এ উপলক্ষে আয়োজিত সভায় বিএনপি নেতা মঞ্জুরুল করিম রনি বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিটি নির্দেশনার প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাঁর নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার জন্য আমি সবাইকে আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “আমাদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। গত ১৬ বছর ধরে আমরা নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছি। এখন আর পিছিয়ে পড়ার সুযোগ নেই। দলকে শক্তিশালী রাখতে হলে আমাদের সংগঠিত ও সজাগ থাকতে হবে। ভবিষ্যতে যেন কেউ আমাদের দুর্বলতা পোষণ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুল আলম শুকুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব  আসাদুজ্জামান নূর, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন এবং পশ্চিম থানা  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  আবু বক্কর সিদ্দিক, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী সহ প্রমূখ।

বগুড়া সিটি আছিল ক্লাবের কোচ বলেন, “আমরা প্রমাণ করেছি সাহস, কৌশল ও মাটি থেকে উঠে আসা আত্মবিশ্বাস দিয়েই জয় পাওয়া যায়।”

অন্যদিকে গাজীপুর মহানগর আছিল মোড়গ সমবায় সংগঠন সভাপতি মোঃ আবু সাইদ (সাবু) হতাশ স্বরে জানান, “হার-জিত খেলার অংশ, তবে আমাদের ‘বজ্রডানা’র মানসিক প্রশিক্ষণের ঘাটতি ছিল, স্বীকার করছি।”

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়  আকর্ষণীয় পুরস্কার। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর এই প্রতিযোগিতা আরও বড় পরিসরে আয়োজন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Developed By UNIK BD