গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী এলাকার আমেরিকাতে বসবাসরত বাংলাদেশের এক মেয়ে গত ২ এপ্রিল ২০২৫ ইং তারিখে ফ্লোরিডা শহরে খুন হন । তার খুনের বিচারের দাবিতে গতকাল শুক্রবার গাজীপুরের টঙ্গীতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় নিহতের বিচারের দাবি ও খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে নিহতের পরিবারের লোকজন জানান, মনিকা ইসলাম খাদিজার স্বামী রাশেদুল ইসলাম সোহেল ও দেবর শহিদুল ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়। হত্যাকাণ্ডের মূল আসামি এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাহিরে এমনকি নিহতের পরিবারের অন্যান্য সদস্যদের নানাভাবে হুমকি এবং ভয়ভিতি দেখাচ্ছে। স্থানীয় প্রশাসনের কোন সহযোগিতা না পাওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের পরিবারবর্গ ও এলাকাবাসী। নিহতের বড় বোন জানান, বিগত ৩১শে ডিসেম্বর ২০২৪ ইং তারিখে মনিকা ইসলাম খাদিজাকে ফ্লোরিডায় তার ব্যবসা প্রতিষ্ঠানে পিস্তল দেখিয়ে মৃত্যুর হুমকি দিয়ে থাকে এই ঘটনায় তাৎক্ষণিক ওইখানে একটি জিডি করা হয়েছে। পরবর্তীতে ২ এপ্রিল ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার দেবর তাকে ডেকে নিয়ে হত্যা করে, এই ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে উক্ত ঘটনার দিন একটি হত্যা মামলা দায়ের করেন । এলাকাবাসীর দাবি খাদিজা খুব ভালো মনের একজন মানুষ ছিলেন । এলাকার সাধারণ মানুষের যে কোন বিপদ আপদে পাশে থাকতেন। অনেক অসহায় মানুষের সহযোগিতা করতেন। মানববন্ধনে এলাকাবাসী আরো দাবি করেন খুনিরা গ্রেপ্তার না হলে রাস্তা অবরোধ সহ বড় ধরনের কর্মসূচি দিবেন।